শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

অভয়নগরে মাল বোঝাই ট্রাক উল্টে খাদে 

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে মাল বোঝাই ট্রাক উল্টে খাদে 

অভিশপ্ত যশোর-খুলনা মহাসড়কে অভয়নগর উপজেলায় মাল বোঝাই ট্রাক উল্টে খাদে পড়েছে। খানা খন্দে ভরা এ মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটলেও রেহাই নেই এই অঞ্চলের লাখ লাখ মানুষের। 

সর্বশেষ রোববার (৩ ডিসেম্বর) উপজেলার চেঙ্গুটিয়া বাজারে মহাকাল মহিলা মাদরাসার সামনে মাল বোঝাই ট্রাক উল্টে যায়। তবে এ ঘটনায় কনো হতা হতের ঘটনা ঘটেনি।

জানা যায়, নওয়াপাড়া বাজার থেকে ছেড়ে আসা ভুষি বোঝাই একটি ট্রাক যশোরের উদ্দেশ্যে রওনা হয়। পথে মহাকাল মাদরাসার সামনে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
স্থানীয়রা জানায়, চেঙ্গুটিয়া এলাকায় সড়কের কাজ চলছে। 

কন্ট্রাক্টর কি কারণে এপাশ এরকম রেখে ভাঙাগেট এলাকায় কাজ করছে তা জানা যায়নি। রাস্তার পাশ দিয়ে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা না করায় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে।

ট্রাক চালক হোসেন আলী বলেন, অন্য একটি গাড়িকে সাইড দিতে গেলে বাম চাকা মাটিতে নামিয়ে দিই। মাটি সরে যাওয়ার কারণে বাম পাশে কাত হয়ে খাদে উল্টে যায়। আমার ও আমার হেলপারের কোনো ক্ষতি হয়নি।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাস্তা উচু নিচুর কারণে ট্রাক উল্টে খাদে পড়েছে। কোনও হতা হতের ঘটনা ঘটেনি।

টিএইচ